ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন: ওবায়দুল কাদের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনাসভা শেষে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের বলেন, করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন সংকটে সব রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো- মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

তিনি বলেন, ইতিহাস কোনো স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না।

যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদের জীবনেও ঘটেছে রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, হত্যা হত্যাকেই ডেকে আনে, হত্যা কাউকে ক্ষমা করে না।

আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কারগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি গড়ে তুলতে হবে।

10 responses to “করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন: ওবায়দুল কাদের”

  1. Tnnirp says:

    buy lasuna – diarex online order himcolin pills

  2. Jgmnxp says:

    order besivance online – carbocisteine cheap sildamax where to buy

  3. Tupjca says:

    order neurontin sale – order sulfasalazine 500 mg brand azulfidine

  4. Pbroye says:

    order benemid generic – carbamazepine for sale buy tegretol 400mg online cheap

  5. Wqwuah says:

    buy celecoxib online cheap – cost urispas buy indomethacin generic

  6. Jrcmfh says:

    mebeverine over the counter – mebeverine cheap pletal 100mg pills

  7. Juftwq says:

    buy cambia medication – aspirin where to buy aspirin online buy

  8. Bjykll says:

    buy rumalaya paypal – elavil 10mg for sale amitriptyline for sale online

  9. Huazvv says:

    mestinon pills – purchase pyridostigmine sale azathioprine 25mg cost

  10. Wxhavw says:

    cheap voveran – order isosorbide 20mg cheap nimodipine pill

Leave a Reply

Your email address will not be published.

x