ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
করোনাভাইরাস: অনূর্ধ্ব ১৯ দলের সিরিজ স্থগিত
Reporter Name

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপক বিস্তার ও লকডাউন পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজটি।

করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে সূচি ঠিক করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এ খবর।

পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যুবাদের লাহোর থেকে ঢাকায় আসার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু পরে তা পিছিয়ে ১৭ এপ্রিল ভ্রমণের নতুন তারিখ চূড়ান্ত হয়। এবার স্থগিত হয়ে গেল সিরিজই।

বিসিবি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর সিরিজটি মাঠে গড়াতে পারে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভারতের দেরাদুনে গিয়ে আফগান যুবাদের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল গত মাসে। সেটিও স্থগিত হয়ে গেছে। করোনার কারণে টাইগার যুবাদের পর পর দুটি সিরিজ স্থগিত হলো।

x