ঢাকা, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধায় রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ বলেছেন, চিত্রনায়িকা পরীমণির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে।

তিনি বলেন, পরীমণির মামলাটি আমরা তদন্ত করছি। পাশাপাশি আমরা তাকে আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের কাছে তথ্য রয়েছে, পরীমণি অন্ধকার জগতে পা দিয়েছেন। এ পথে আসতে এক নারী তাকে সহযোগিতা করেছেন। সেই নারীকে আমরা খুঁজছি। তার বিষয়ে নজরদারিও করছি।

Leave a Reply

Your email address will not be published.

x