ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
ভারতে করোনায় দৈনিক সংক্রমণ বাড়ছেই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

এর আগে বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে ভারতে করোনাক্রান্ত হলেন তিন কোটি ১৮ লাখ ৫৬ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৫৩৩ জনের। এ নিয়ে দেশটিতে করোনাক্রান্ত হয়ে মারা গেলেন চার লাখ ২৬ হাজার ৭৫৪ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ১৭ লাখ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৮০ হাজার জনের।

Leave a Reply

Your email address will not be published.

x