ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ি গ্রেফতার
রুবেল আহমদ সিলেট প্রতিনিধিঃ

(৩আগষ্ট)রাত অনুমান ১১:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ শাহিন মিয়া ও দেবাশীষ সরকার দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ সাহিদুল আলম, এসআই আবু রায়হান নূর, এএসআই আব্দুস সামাদ, এএসআই ইব্রাহিম আল সুমন, এএসআই দুলাল হোসাইন, কনস্টেবল আঃ কাদির, কনস্টেবল মামুন খান, কনস্টেবল মাসুদুর রহমান, কনস্টেবল ইকবাল হোসেন, কনস্টেবল জালাল উদ্দিন, নারী কনস্টেবল বিলকিস বেগম, নারী কনস্টেবল তৃপ্তি রানী দেব-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন উপশহর বোরহান উদ্দিন হাউজিং স্টেট এলাকার ধৃত আসামী পপি বেগমের নাম বিহীন মনোহারী দোকানের ভিতর অভিযান পরিচালনা করে আসামী ১। পপি বেগম (৩৫), স্বামী- সুমন মিয়া, সাং- জিরুন্ডা, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- উপশহর এইচ বøক, রোড নং- ০৩, শিপার মিয়ার কলোনী, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে,জব্দকৃত গাজা সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল দোকানে মজুদ করে রাখিয়া ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

x