ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে একদিনে আরও ১৬ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন শহরের, অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৬ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার চট্টগ্রামে ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

One response to “চট্টগ্রামে একদিনে আরও ১৬ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/43490 […]

Leave a Reply

Your email address will not be published.

x