ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
নাগপুরে করোনা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু
Reporter Name

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে করোনা হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এখনই সবার স্বাস্থ্যের অবস্থা জানাতে পারছি না।

কর্মকর্তারা জানিয়েছে, হাসপাতাল থেকে চারটি মরদেহ পাওয়া গেছে। আরও ২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

নাগপুরের ওই হাসপাতালে শয্যাসংখ্যা ৩০। তার মধ্যে ১৫টি রয়েছে আইসিইউ বেড।

নাগপুরের মিউনিসিপাল করপোরেশনের চিফ ফায়ার অফিসার রাজেন্দ্র উচকে পিটিআইকে বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা আইসিইউ’র এসি থেকেই এই আগুনের সূত্রপাত। তবে আগুনের শিখা সেখানেই সীমাবদ্ধ ছিলো, অন্য কোনো ফ্লোরে ছড়ায়নি।

ওই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরই সেবা দেয়া হচ্ছিলো। সম্প্রতি মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়েছে। সংক্রমণ এড়াতে রাজ্যটিতে এরই মধ্যে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সোমবার পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x