ডুমুরিয়ায় চোরাই গরু উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ডুমুরিয়া বাজার শালতা নদীর ব্রিজের উপর থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় গরু বহন কাজে ব্যবহৃত একটি ভ্যান জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার সাহস ইউনিয়ন বিটের কুমারঘাটা গ্রামের সুভাষ গোলদার (৫০) এর গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল একই উপজেলার শোভনা পশ্চিম পাড়া এলাকার বিল্লাল শেখের ছেলে টিপু সুলতান (২২)। এসময় টহল পুলিশের সন্দেহ হলে চোর গরুসহ ভ্যান ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে সে গরু চুরির বিষয়টি পুলিশের কাছে সত্যতা স্বীকার করে।
থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর জানান, ঘটনার গভীর রাতে গরুসহ চোরকে গ্রেফতার করা হয়েছে । চুরি কাজে ব্যবহৃত একটি ভ্যান আটক করে তালিকা মুলে জব্দ করা হয়। থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।