ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
মোংলা বন্দরে আমিরাত পতাকাবাহী বানিজ্যিক জাহাজের ৮ নাবিক করোনায় আক্রান্ত
মোংলা প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত থেকে মোংলা বন্দরে পণ্য খালাস করতে আসা এমভি ফাজাহ-১ নামক  একটি বানিজ্যিক জাহাজের আট বিদেশি নাবিকের শরীরে করোনা সনাক্ত হয়েছে।করোনায় আক্রান্ত ওই ৮ নাবিক কে  খুলনার গাজী মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী ‘এম ভি ফাজাহ-১ নামের জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২০০ টন মেশিনারি পণ্য নিয়ে গত ২৬ জুলাই মোংলা বন্দরে আসে জাহাজটি। এ সময় জাহাজে থাকা আট জনের শরীরে জ্বর দেখা দিলে মোংলা বন্দরের চিকিৎসক মো. কবিরুল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর নাবিকদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাদের খুলনায় পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

এদিকে আট নাবিক আক্রান্তের কারনে ফাজাহ-১ জাহাজের পন্য খালাস কাজ বন্ধ রাখা হয়েছে জানান হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। জাহাজটিতে ১৬ জন নাবিক রয়েছেন বলেও জানা গেছে।

One response to “মোংলা বন্দরে আমিরাত পতাকাবাহী বানিজ্যিক জাহাজের ৮ নাবিক করোনায় আক্রান্ত”

  1. … [Trackback]

    […] Here you will find 70449 additional Information to that Topic: doinikdak.com/news/41721 […]

Leave a Reply

Your email address will not be published.

x