ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
রাবির গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন
ভাস্কর সরকার (রাবি):

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ৭৫৩ একর জমির উপর অবস্থিত৷ তাই নিরাপত্তার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃহৎ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার প্রক্টর দপ্তরে এক সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামসহ ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র-উপদেষ্টা ড. মো. তারেক নূরসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ক্যাম্পাসে সীমিত পরিসরে যে সিসি ক্যামেরা স্থাপন করা হয় তা আধুনিকায়ন ও সম্প্রসারণ করে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x