সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট জনাব মোঃ মফিজ উদ্দিন এবং অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা এসএমপি, সিলেট খান মুহাম্মদ মাইনুল জাকির এর নির্দেশনায় এসআই মোঃ নাজমুল আলম সঙ্গীয় এসআই অমিত সাহা, এএসআই রিমন খাঁন ও রাত্রীকালীন সিয়েরা-৩৩ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই দেওয়ান তৌফিক সঙ্গীয় রেহান উদ্দিন ও নুর মোহাম্মদ সকলেই এয়ারপোর্ট থানা, এসএমপি, সহায়তায় অদ্য ২৬জুলাই ২২.৪৫ ঘটিকার সময় অত্র এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচাস্থ সেতুবন্ধন-৯/৩ (মঙ্গলের রিক্সার গ্যারেজ) এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ আহসানুজ্জামান চৌধুরী (২৯), পিতা-মোঃ আক্তারুজ্জামান চৌধুরী, মাতা-সাহেদা বেগম চৌধুরী, সাং-আনন্দ নীড়, ঐক্যতান-৯৪, পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে আটক করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ০৬ পুড়িয়া কথিত নেশাজাতীয় শুস্ক গাঁজা, যার ওজন ১০গ্রাম, যার মূল্য অনুমান ৫০০টাকা, ০২টি মাটির তৈরী কলকি, যা গাঁজা সেবনে ব্যবহৃত হয় ও ০১টি কাঠের টুকরা এবং ০১টি কাটার, যা গাঁজা কর্তনের কাজে ব্যবহৃত উদ্ধার পূর্বক এসআই নাজমুল আলম জব্দতালিকা মূলে জব্দ করেন।
এই সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, (২৬জুলাই) ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়।