ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর গলাচিপায় পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিন কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার পাঁচ ব্যবসায়ী ও তিন পথচারিকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম দশ ব্যবসায়ী ও বার পথচারিকে ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published.

x