ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
সিলেটের আম্বরখানায় বিধবাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘লন্ডনী’ আটক
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় এক বিধবাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে বাড়ির মালিক লন্ডন প্রবাসী খোকনকে আটক করেছৈ পুলিশ। তিনি মৃত কুদরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে ঘরের সামনে বিধবাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান লন্ডনী খোকন। এ সময় বিধবার চিৎকারে লোকজন বেরিয়ে এলে বিধবাকে ছেড়ে দেন খোকন। পরে তিনি দা হাতে নিয়ে ভাড়াটিয়াদের শাসাতে শুরু করেন। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করে ৯৯৯ এ কল করেন বিধবার ভাগ্নে।

জরুরী কল পেয়ে স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশ ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অভিযুক্ত খোকনকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাড়ি ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে আমরা ওই বাসায় ছুটে যাই। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁড়িতে নিয়ে এসেছি।

x