সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় এক বিধবাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে বাড়ির মালিক লন্ডন প্রবাসী খোকনকে আটক করেছৈ পুলিশ। তিনি মৃত কুদরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে ঘরের সামনে বিধবাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান লন্ডনী খোকন। এ সময় বিধবার চিৎকারে লোকজন বেরিয়ে এলে বিধবাকে ছেড়ে দেন খোকন। পরে তিনি দা হাতে নিয়ে ভাড়াটিয়াদের শাসাতে শুরু করেন। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করে ৯৯৯ এ কল করেন বিধবার ভাগ্নে।
জরুরী কল পেয়ে স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশ ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অভিযুক্ত খোকনকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাড়ি ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে আমরা ওই বাসায় ছুটে যাই। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁড়িতে নিয়ে এসেছি।