ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান বাপ্পী
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন  উপজেলা চেয়ারম্যান বাপ্পী

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রংপুর জেলা যুবলীগের সাবেক সম্পাদক, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও  উপজেলা চেয়ারম্যান রাজার হাট উপজেলা পরিষদ, কুড়িগ্রাম এর জনপ্রিয় সাবেক ছাত্রনেতা “জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী” সাহেব আগামী  ঈদ -উল- আযহা ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতিবছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কুরবানীর প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উপসর্গ করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বস্ব ত্যাগ শিকারে ব্রত হাওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কুরবানী দিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ব্রত হাওয়াই আমাদের কর্তব্য।

উপজেলা চেয়ারম্যান বাপ্পী আর বলেন, ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল রাজারহাট উপজেলা বাসী সহ বিশ্বের প্রতি শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনাই রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন এবং সকলকে সরকারি স্বাস্থ্যবিধী মেনে চলার অনুরোধ এর পাশাপাশি মাক্স পড়ার আহ্বানে করে

x