ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শ্রীমঙ্গলের সাংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ মৌসুমী নাগ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

করোনাভাইরাস (কোভিট-১৯) এর সাথে লড়াই করে পরাজয় মেনে চিরতরে চলে গেলেন সাংস্কৃতিকর্মী মৌসুমী নাগ (মৌ)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ সয্যা হাসপাতলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।

শ্রীমঙ্গলের সাংস্কৃতি জগতের প্রিয় মুখ মৌসুমী নাগ মৌ পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা পংকজ নাগের স্ত্রী। মৌসুমী নাগ মৌ শ্রীমঙ্গল থিয়েটারের একনিষ্ট কর্মী, জনপ্রিয় নাট্যভিনেত্রী ছিলেন। মৃত্যুকালে মৌসুমী নাগ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মৌসুমী নাগের মৌ এর মৃত্যুতে শ্রীমঙ্গলের সাংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল প্রয়ানে শোক জানিয়েছেন শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

x