চীনের বিরুদ্ধে এই বছরের শুরুতে একটি বড় ধরনের সাইবার আক্রমণের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইইউ।
ওই হামলার উদ্দেশ্য ছিল মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার। যাতে বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার সংস্থা ক্ষতিগ্রস্ত হয়।
ওয়েস্টার্ন সিকিউরিটি সার্ভিসের বিশ্বাস, এই ঘটনা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে তা ধ্বংস এবং দখলেরও ইঙ্গিত দেয়। এতে চীনের সাইবার-আচরণ ক্রমবর্ধমান হওয়ার উদ্বেগের বিষয়টা তীব্র হচ্ছে।
চীনের রাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয়ের উপরও বিস্তৃত গুপ্তচরবৃত্তি কার্যকলাপ এবং বিস্তৃত ধরনের ‘বেপরোয়া’ আচরণের অভিযোগ তোলা হয়েছে।
জানুয়ারিতে হাফনিআম নামে চীনের সঙ্গে সংযুক্ত একটি গ্রুপের হ্যাকাররা মাইক্রোসফ্ট এক্সচেঞ্জের সার্ভারের একটি দুর্বলতা কাজে লাগাতে শুরু করেছিল। তারা ওই অংশ দিয়েই ভিন্নপথে সিস্টেমে ঢোকার চেষ্টা করেছিল। আবার ওই পথেই তারা বের হয়ে আসবে বলে পরিকল্পনা ছিল।
যুক্তরাজ্য বলেছে, যে এই হামলাটি ব্যক্তিগত তথ্য এবং বৌদ্ধিক সম্পত্তি অধিগ্রহণসহ বৃহত্তর গুপ্তচরবৃত্তি করতে সক্ষম। এটি মূলত নির্দিষ্ট কয়েকটি সিস্টেমের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল যা হাফনিয়ামের পূর্ববর্তী লক্ষ্য যেমন প্রতিরক্ষা কন্ট্যাক্টর, থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্ববিদ্যালয়গুলির সাথে সংযুক্ত ছিল।
তবে চীন হ্যাকিংয়ের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা সব ধরনের সাইবার-অপরাধের বিরোধিতা করে।
Leave a Reply