ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
জাগ্রত জালালাবাদের উদ্যোগে কুরবানীর “ফুড প্যাক” বিতরণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসান এবং তৎ পরিবার বর্গের একান্ত সহযোগিতায় জালালাবাদে কৃষক কর্মহীন, শিক্ষক ,অসুস্থ ও বয়স্ক মানুষের মাঝে “ফুড প্যাক”  কুরবানীর মাংশ রান্নার যাবতীয় সরঞ্জার বিতরণ করা হয়।
২০শে জুলাই সকালে সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকান্ড দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ। সংগঠনের এরুপ সামাজিক কাজ অব্যাহত রাখার বিষয়েও মতামত ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি মোবারক হোসাইন সাঈদ ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের প্রত্যক্ষ উপস্থিতি ও যাচাই-বাচাইয়ের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মাঝে অর্ধশত পরিবারে কুরবানীর মাংশ রান্নার সামগ্রী বিতরণ করেন।
উক্ত সামাজিক কাজকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং দাতা ও তৎ পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
সংগঠনের উক্ত “ফুড প্যাক” ( তৈল , মশলা, মরিছের গুড়া ,হলুদের গুড়া,তেজপাতা,পিয়াঁজ রসুন,আদা,আলো) বিতরণে যারা প্রত্যক্ষ উপস্থিত থেকে অধিকতর সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তাহিদুল হাসান ফাহিম,যুগ্ম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শাহরিয়ার আবরার অপি, দপ্তর সম্পাদক, নুর আহমদ, নির্বাহী সদস্য, নুসাইব মাহমুদ আদিল  আদিল, জিসান মাহমুদ এবং আরফাতুর রহমান আরফাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
x