করোনার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া ছিন্নমূল মানুষদের পরিস্থিতিতে সিলেট নগরীতে অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাংলাদেশ ও কুয়েত সেনাবাহিনী সাবেক সেনা সদস্য আব্দুল আউয়াল।
গতকাল ২৬শে আগষ্ট রাত আনুমানিক ১২টার সময় সিলেট দক্ষিণ সুরমা রেল স্টেশন এলাকা এসব খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেট্রো মেডিকেয়ার ক্লিনিক সিলেট পরিচালক আনোয়ার হোসাইন পাঠান, রেজাউল করিম, আব্দুল্লাহ আল-মাসউদ।
অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাংলাদেশ ও কুয়েত সেনাবাহিনী সাবেক সেনা সদস্য আব্দুল আউয়াল বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ২/৩ শত জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সিলেট হযরত শাহ জালাল মাজার, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং রাস্তা-ঘাটে থাকা অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেয়া হয়। তিনি আরোও বলেন দেশে বিদেশের অনেক শুভানুধ্যায়ীরা আমাকে সহযোগিতা করছেন।
তাই আমি ভাসমান মানুষগুলোও সমাজের অংশ, তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সমাজের বিত্তবানদের। তাঁদের থাকার এবং রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকাতে তাঁদের কষ্টের কোন শেষ নেই। তাই এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত। তাছাড়া এ কর্মসূচি সফল করতে যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
order lasuna pill – lasuna sale buy cheap himcolin
besivance buy online – order sildamax sale buy sildamax without a prescription
buy generic benemid 500 mg – oral probalan buy tegretol pills for sale
buy cheap celebrex – order indomethacin 75mg online cheap buy indomethacin paypal
buy mebeverine 135 mg without prescription – order generic arcoxia 60mg purchase cilostazol online
buy generic mestinon 60mg – sumatriptan 50mg price azathioprine 25mg cost
order rumalaya pill – buy amitriptyline 10mg for sale amitriptyline 50mg usa