ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত যানজট
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল:
 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে  বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে করে দীর্ঘ যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের ফলে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ঈদ যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়ি মহাসড়কের পৌলি এলাকায় যানজটে পড়ছে। ফলে ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ বেড়েছ । আবার কোথাও কোথায় গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

x