ঢাকা, শনিবার ১৪ জুন ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
কক্সবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রনেতার
স্টাফ রিপোটার, ঈদগাঁও

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু ছাত্রনেতা প্রাণ গেল।

২১শে জুলাই রাত ১০ টায় হিমছড়ি প্যারাসেলিং এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক আসিফ চৌধুরী ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন রিফাত।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, রাতে নিহত পবিত্র ঈদুল আযহারের ছুটিতে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দূঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন আসিফ ও রিফাত। এই সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। মোটরসাইকেলের দূঘটনায় ছাত্রনেতার নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

x