ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
শ্রমজীবী মানুষের কাছে খাদ্য পৌঁছানোর দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ
সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি : 
করোনা সংক্রমণরোধে লকডাউন কার্যকর করতে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া, কমিউনিটি ক্লিনিক সচল রেখে ভ্রাম্যমান চিকিৎসা সেবা দেয়া, গাইবান্ধা জেলা হাসপাতালে আইসিইউ-পিসিআর ল্যাব স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণ, গণ টিকা প্রদানের ব্যবস্থা করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।
বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১২টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার লকডাউন ঘোষণা করছে কিন্তু গরীব অসহায় শ্রমজীবী মানুষ খাবে কি তার ব্যবস্থা করছে না। প্রধানমন্ত্রী সহায়তা ঘোষণা করলেও গরীব মানুষের কাছে এ সব সহায়তা পৌঁছে না। তারা লকডাউন ঘোষণার সাথে সাথে শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেয়ার জোড় দাবি করেন।
সেই সাথে তারা জেলা হাসপাতালে পিসিআর ল্যাব-আইসিইউ স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণ, গ্রামে কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রেখে ভ্রাম্যমান চিকিৎসা সেবা প্রদান এবং গণ টিকা প্রদানের দাবি জানান।

2 responses to “শ্রমজীবী মানুষের কাছে খাদ্য পৌঁছানোর দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/38969 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/38969 […]

Leave a Reply

Your email address will not be published.

x