ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
ভৈরবে পদ্মা বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা
১৫ জুলাই, জয়নাল আবেদীন রিটন, ভৈরব

ভৈরবে পদ্মা বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবের লক্ষিপুর মধ্যপাড়া এলাকায় ৩টি লাইসেন্স দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ১৮টি পণ্য উৎপাদন ও শিশু শ্রমের অভিযোগে পদ্মা বেকারিকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আজ বিকাল ৫ টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্র্যাট লুবনা ফারজানার আদালত এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সহ পুলিশের সদস্যরা। এই সময় শিশু শ্রমের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পদ্মা বেকারির মালিককে সতর্ক করেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, এই বেকারিতে ৩টি বৈধ লাইসেন্স দিয়ে ভেজাল ও মানহীন ১৮টি খাদ্য উৎপাদনের বিষয়ে এবং শিশূশ্রম যেন কোন মিল ফেক্টরীতে না থাকে এই জন্য আমরা ভৈরব থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করছি ধারাবাহিক ভাবে এবং এরই প্রেক্ষিতে এই পদ্মা বেকারিতে এসে দেখা যায় ৩টি বৈধ পণ্যের আড়ালে অসাস্বাকর পরিবেশে আরো ১৫টি অবৈধ পণ্য তৈরি করে তা বাজার জাত করছে। এখানে কয়েকজন শিশু শ্রমিকও পাওয়া গেছে। তাই এই প্রতিষ্টানের মালিক মো ঃ মিলন মিয়াকে অনিয়মের অভিযোগে ৯৫ হাজার টাকা ও শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর কারণে আরো ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের শিশুশ্রম প্রতিরোধে এবং ভেজাল মানহীন খাদ্য উৎপাদন যাতে না হয় তাই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

2 responses to “ভৈরবে পদ্মা বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা”

  1. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/36676 […]

  2. … [Trackback]

    […] Here you can find 75006 additional Information to that Topic: doinikdak.com/news/36676 […]

Leave a Reply

Your email address will not be published.

x