পাইকগাছা থানার ওসি এজাজ শফী এবার ওয়ারেন্টের আসামীদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। তিনি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা করে তা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে জনসম্মুখে টানানোর ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার দলিল লেখক সমিতির সামনে ১১নং বিট এলাকার ৩৬জন ওয়ারেন্টভুক্ত আসামীর একটি তালিকা টানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) স্বপন রায় ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। বিশাল সাইজের প্যানা আকারে করা তালিকায় সিআর সাজা ও জিআর মামলা, রিসিভ নম্বর, আসামীর নাম ও ঠিকানা, আদালতের নাম ও মামলা নম্বর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। যে কোন আসামী সংক্রান্ত এ ধরণের উদ্যোগ এলাকায় এটিই প্রথম। এটি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং বিট এলাকায় টানানো হবে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন। এমন উদ্যোগ প্রসঙ্গে ওসি এজাজ শফী জানান, এর মাধ্যমে কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে এবং আদালতের নাম সহ এ সংক্রান্ত তথ্য আসামী এবং তার আত্মী-স্বজনরা সহজেই জানতে পারবে এবং অনেক ক্ষেত্রে গ্রেফতার ছাড়াই আদালতে হাজির হতে পারবে।