ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
করোনা কালীন অসহায় মানুষের পাশে জাগ্রত বিবেক
শ্রীনগর (মুন্সীগঞ্জ)

করোনা কালীন মহামারিতে অসহায় দুস্থ্য পরিবারের পাশে দাড়িয়েছেন শ্রীনগরে জাগ্রত বিবেক নামে জনপ্রিয় ফেসবুক আইডির এডমিন হামিদুর রহমান। বরবারে ন্যায় জাগ্রত বিবেকের উদ্যোগে প্রবাসীদের সার্বিক সহযোগীতায় অসহায় দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার(১২জুলাই) রাত ৯ টা থেকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব বাঘড়া, নয়াবাড়ী, বেপারী বাড়ী ও  কাদিরকান্দা গ্রামের শতাধিক  অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল,ডাল, পেয়াজ ও আলু সম্বলিত খাদ্য সামগ্রী রাতের আধাওে এডমিন নিজ হাতে বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেন।

জাগ্রত বিবেক ( ফেইস বুক আইডির) এডমিন হামিদুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে  অনেকের  অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজু বেপারী, জিহাদ, মাহিম, জিতু, রুবেল প্রমুথ।

x