ফেনী পরশুরামের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ মোঃ আলম(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম,পিপিএম এর দিক নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুঃ খালেদ দাইয়ান এর নেতৃত্বে পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের কলেজ রোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আলম কে কলেজ রোডে আসামির নিজ বসতঘর থেকে ৬ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ টিম।
আটককৃত আসামী মোঃ আলম এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
জান যায় মাদক ব্যবসায়ী মোঃ আলম পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণ কোলাপাড়ার(কলেজ রোড়) মৃতঃ মোবারক মিয়ার ছেলে।
পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মুঃ খালেদ দাইয়ান জানান, সোমবার জেলা পুলিশ সুপার খোন্দকার নূরু নবী বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় পরশুরাম মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে তার বসতঘর থেকে ৬ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন কর হয়েছে।
এসময় ওসি মুঃ খালেদ দাইয়ান মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহয়তা করার জন্য পরশুরামবাসীর প্রতি আহবান জানান।