ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
করোনা রোগীর পাশে অক্সিজেন নিয়ে পৌছাল বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপালের সদস্যরা
মল্লিক জামান রামপাল,
 বাগেরহাটের  রামপালে করোনা রোগীকে অক্সিজেন পৌছে দিয়েছে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপাল শাখার সদস্যরা। রবিবার সকাল ৮.৩০টায় এ অক্সিজেন সেবা পৌছে দেওয়া হয়।  বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সূত্রে যানা গেছে যে,  করোনায় আক্রান্ত উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হাওলাদার অসুস্থ হলে তার পরিবার  বাগেরহাট অক্সিজেন ব্যাংকের ০১৮৮৬-৩০৫৩০৯  হটলাইন নাম্বারে ফোন করে ফোন পেয়েই তৎক্ষনাৎ রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি,  বাইনতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আয়াতুল্লাহ ও স্বেচ্ছাসেবক উজ্জ্বল ফারাজী করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌছে দেয়।   এ শাখার সদস্যরা করোনা আক্রান্ত রোগীদের শুধুমাত্র অক্সিজেন পৌছানোর মধ্যেই কার্যক্রম সিমাবদ্ধ রাখছে না বরং অক্সিজেন পৌছানোর পরে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন এ শাখার সদস্য  বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রাজু,  রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,  রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুর রহমান।
উল্লেখ্য বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র প্রতিষ্ঠিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত (১১ জুলাই ২০২১) মোট আটজন করোনা রোগীকে অক্সিজেন পৌছে দেওয়া হয়েছে।
x