ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ভ্যাক্সিনের ২য় ডোজের ব্যাপারে ঘোষণা, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Reporter Name
ভ্যাক্সিনের ২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণাঃ
০১. ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা নেয়া যাবে।
০২. যাদের প্রাপ্য তাদের মোবাইলে মেসেজ চলে যাবে।
০৩. যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড,NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে সরকারি ছুটির দিন ব্যাতীত টিকা কেন্দ্রে চলে আসবেন।
০৪. দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।
০৫. ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে ( ১২ সপ্তাহ পর্যন্ত)।
০৬.রেজিষ্ট্রেশনকৃত (৬০,০০০ প্রায়) হজ্জ যাত্রীরা ১৮ বছরের বেশি হলেই রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন নিতে পারবেন। আপনারা দ্রুত রেজিষ্ট্রেশন করুন এবং ভ্যাক্সিন নিন।
০৭. ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।
০৮.আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাক্সিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।
০৯. রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে।
১০. ভ্যাক্সিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।
১১.কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাক্সিন নেয়া যাবে না।
এই পোস্টটি আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published.

x