প্রবল বৃষ্টি উপেক্ষা করে করোনায় আক্রান্ত দুই রোগীর বাড়িতে অক্সিজেন পৌছে দিয়েছে বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সদস্যরা। শুক্রবার বিকাল ৪.৩০ টায় করোনা আক্রান্ত রোগীর পরিবার ফোন করলে তাদের বাড়িতে এই অক্সিজেন পৌছে দেওয়া হয়। বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সূত্রে যানা গেছে যে, করোনায় আক্রান্ত উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের সালাম শেখের স্ত্রী মোঃ মুরশিদা বেগম, ও মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের জগদীশ মৃধার পরিবার ০১৮৮৬-৩০৫৩০৯ হটলাইন নাম্বারে অক্সিজেনের জন্য ফোন করে ফোন পেয়েই বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপাল শাখার সদস্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, রামপাল সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকাইল হোসেন, রামপাল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ও মোঃ শাকুর তৎক্ষণাৎ তাদের বাড়িতে অক্সিজেন পৌছে দেয়।
বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র প্রতিষ্ঠিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রামপাল শাখার পক্ষ থেকে আজকে(৯ জুলাই) পর্যন্ত ৪ জন করোনা রোগীকে অক্সিজেন পৌছে দেওয়া হয়েছে।
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/34412 […]
… [Trackback]
[…] Here you will find 64917 additional Info on that Topic: doinikdak.com/news/34412 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/34412 […]