ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুলপুর গ্রামে ৮ জুলাই রোজ বৃহস্পতিবার বিকালে স্ত্রী আকলিমা বেগম (৩৫)কে নির্যাতন করে হত্যা করে ঘাতক স্বামী আনছার আলী ওরফে হাসান (৪৫) এলাকা থেকে পালিয়ে গেছে। ঘাতক স্বামীর বাড়ি পাবনা ভেড়ামারা এলাকায়।
নগরকান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ফরিদপুর মর্গে পাঠায়।আকলিমা বেগম প্রথম স্বামীর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে বিনদেশী আনছার আলীকে।বিয়ের পর আকলিমা বিদেশে সৌদি আরব চলে যায় কাজের উদ্দেশ্যে।সেখান থেকে দ্বিতীয় স্বামী আনছার আলী ওরফে হাসানকে নিয়ে পিতার বাড়ি সুলপুর এসে বসবাস করে।ঘটনার দিন আকলিমাকে নির্যাতন করে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে ঘরে তালা ঝুলিয়ে শালাকে ফোন করে জানিয়ে দেয় যে তোর বোনকে মাইরা রেখে আমি চইলা আইছি বলে স্হানীয় লোকজন বলেন।
স্ত্রীকে মেরে ঘাতক স্বামী পালিয়ে যায়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক স্বামীকে ধরার জন্য সকল প্রকারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।