ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
পাঠকের প্রশ্ন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দৈনিক ডাকঃ প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৯। আমার মাথার চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামনের দিকে চুল খুবই কমে গিয়েছে। আমি এর দ্রুত সমাধান চাই।

ফারহান। নয়াটোলা। ঢাকা।

উত্তর : বর্তমানে অত্যাধুনিক “পিআরপি থেরাপির” মাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই। তাই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪৭। বর্তমানে সহবাসে আমার দ্রুত বীর্য-স্থলন হয়ে যায়। এতে আমি হতাশ হয়ে পড়েছি। তাই আপনার শরণাপন্ন হলাম।
জামাল হোসেন। যাত্রাবাড়ি। ঢাকা।

উত্তর : আপনি সম্ভবত পুরুষত্বহীন হয়ে পড়েছেন। এ অল্প বয়সে এটি অস্বাভাবিক। তবে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের মাধ্যমে আপনার সমস্যাটি স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২১। আমার মুখে অনেক লাল-বাদামী তিলা আছে। আমি দ্রুত এসবের নির্মূল চাই।
সাইফা। নাচোল। চাপাই।

উত্তর : আপনার মুখের ত্বকের তিলাগুলো হলো ফ্রিকলস। আপনি এখন থেকেই রোদে যাওয়া বন্ধ করুন এবং একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লেজার চিকিৎসা নিন। এতে আপনার তিলাগুলো কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল হয়ে যাবে।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ১৬। আমার মুখে, বুকে ও নাভীর নিচে অনেক কালো অবাঞ্ছিত লোম ভরে গেছে। আমি দ্রুত এ অবাঞ্ছিত লোমগুলোর স্থায়ীভাবে নির্মূল চাই।
আরসী। গলাচিপা। পটুয়াখালী।

উত্তর : আপনার রোগটির নাম হারসুটিজম। বর্তমানে লেজার চিকিৎসায় কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র কয়েক সেশন চিকিৎসায় আপনার অবাঞ্ছিত লোমগুলো নির্মূল করা সম্ভব।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

2 responses to “পাঠকের প্রশ্ন”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/34174 […]

  2. … [Trackback]

    […] There you can find 5642 more Info on that Topic: doinikdak.com/news/34174 […]

Leave a Reply

Your email address will not be published.

x