ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
বাজারে আসছে ছড়াকার ইউনুছ আলী সম্পাদিত ‘কিশোর তারা’
রহমত আলী হেলালী

দৈনিক ডাকঃ ছড়াকার মো.ইউনুছ আলী সম্পাদিত সৃজনশীল শিশু-কিশোর পত্রিকা ‘কিশোর তারা’ বাজারে আসছে আগামী পহেলা আগস্ট। দক্ষ সম্পাদক মন্ডলীর নিবিড় পরিচর্যায় প্রকাশিত হতে যাচ্ছে ‘কিশোর তারা’!চমৎকার শিশুতোষ ছড়া,গল্প, ভ্রমণ কাহিনী, বিখ্যাত স্থান ও গুণীজনদের মজার মজার কাহিনী নিয়ে সাজানো হচ্ছে পত্রিকাটি।সম্পাদক মো.ইউনুছ আলীর মতে,পত্রিকাটি কোমলমতি শিশু-কিশোরদের ‘ভার্চুয়াল’ আসক্তি ঠেকাতে কিছুটা হলেও সক্ষম হবে।

বর্তমান বাংলা সাহিত্যের মুকুটবিহীন সম্রাট প্রিন্সিপাল কালাম আজাদ পত্রিকাটির প্রধান উপদেষ্টা। প্রভাষক আবুল কালাম আজাদ সম্পাদক মন্ডলীর সভাপতি। প্রধান সম্পাদক শিশুসাহিত্যিক কামরুল আলম।সম্পাদনা পরিষদে আছেন এক ঝাঁক মেধাবী তরুণ। সব মিলিয়ে নবীন-প্রবীণের চমৎকার মিশেলে প্রাণবন্ত ‘কিশোর তারা’ পরিবার।

সম্পাদক মন্ডলীর সভাপতি আবুল কালাম আজাদ পত্রিকাটির বহুল প্রচারে জকিগঞ্জের সুধীমহলের সুদৃষ্টি কামনা করেছেন।

x