ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ভারতে চার মাস পর করোনায় সংক্রমণ ৩৫ হাজারের নিচে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ অনেকটাই কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। চার মাসের মধ্যে প্রথমবারের মতো ৩৫ হাজারের নিচে নামল সংক্রমণ। দেশটিতে বর্তমানে দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ। এছাড়া দৈনিক সংক্রমণের হার ২.১১ শতাংশ।

একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬। একই সময়ে মারা গেছে ৭২৩ জন। দেশটিতে প্রায় এক সপ্তাহ ধরেই দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। কয়েক মাস ধরেই দেশটিতে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে পরিমাণ উদ্বেগ দেখা দিয়েছিল তা গত কয়েকদিনে কিছুটা হলেও কমেছে। গত শুক্রবার দেশটিতে মৃত্যুর সংখ্যা চার লাখ পার হয়ে গেছে।

বিশ্বে এর আগে করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত।

x