ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
ছাত্রকে বেত্রাঘাতের ঘটনায় ফেনী পাইলটের শিক্ষক গ্রেফতার
পেয়ার আহাম্মদ চৌধুরী (ফেনি থেকে)

দৈনিক ডাকঃ গণিত না পারায় প্রাইভেটে ছাত্রকে বেত্রাঘাত এর অভিযোগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে সোমবার (৫ জুলাই) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডাক্তার পাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ছাত্রের পরিবার জানায়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলুল আহাম্মেদ আদর গণিত প্রাইভেট পড়ে শাহ আলম নামেএই শিক্ষকের কাছে। সোমবার সকাল নয়টা আদর গণিত বিষয় প্রাইভেট পড়তে স্যারের বাসায় যায়। প্রাইভেটের সময় গণিত না পারায় স্যার তাকে এলোপাতাড়ি বেতের আঘাত করে। পরে আদর অসুস্থ হয়ে পড়ে। আদর বাসায় গেলে তার মা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এই ঘটনায় সোমবার রাতে ছেলেকে প্রহারের অভিযোগে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন ছাত্রের বাবা সেলিম উদ্দিন ।

ফেনী মডেল থানার ওসি মোঃ নিজাম উদ্দিন শিক্ষার্থী প্রহারের ঘটনায় শাহ আলম নামে এক শিক্ষকের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তার বাড়ি ধলিয়া।

x