টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোজ : সোমবার দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩৬ বেঙ্গল শহীদ সালাউদ্দীন ক্যান্টনমেন্ট এর অধীনে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে৩৩ টি পরিবারের প্রত্যেককে ৫কেজি চাউল,, ২ কেজি আটা,, চিনি ১,কেজি ডাউল ১ কেজি, লবন১ কেজি , তৈল ১কেজি,, হুইল সাবান ১টি,,লাক্স সাবান, ১টি ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।এবং সেই সাথে জনসাধারণকে করোনা ভাইরাসের সচেতনতা সম্পকে দিক নিদেশনা প্রদান করেন।