করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কটিয়াদী বাসস্ট্যান্ডে সচেতনতা কার্যক্রম ও মাস্ক বিতরণ করেন সরকারি কর্মচারী কল্যাণ সংঘ কটিয়াদী।আজ রবিবার দুপুর ২ টায় সচেতনতা ও মাস্ক বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।
সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ সজিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, শরদিন্দু ভট্টাচার্য, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী স্বপন কিশোর সরকার, মোঃ ইমরান মিয়া।
সরকারি কর্মচারী কল্যাণ সংঘ কটিয়াদী সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ সভাপতি মো মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক রাজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম মুকুল, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সারোয়ার জাহান, প্রচার সম্পাদক মোঃ মোক্তার হোসেন, স্বাস্থ্য ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নাজিরুল ইসলাম, সদস্য মোঃ ফজলু মিয়া, মোঃ আসাদুজ্জামান।
সরকারি কর্মচারী কল্যাণ সংঘ কটিয়াদী সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধ করতে মাস্ক পরা জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।