ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:১২ অপরাহ্ন
 নেছারাবাদে কর্মহীন ১০০ পরিবার পেল প্রাধানমন্ত্রীর খাদ্য সহায়তা 
মোঃ রুহুল আমীন নেছারাবাদ
নেছারাবাদে লকডাউনের কারণে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন ও পৌর মেয়র মো. গোলাম কবির।
জানাগেছে, জগন্নাথকাঠি বন্দরের কর্মহীন হয়ে পড়া ১০০ ক্ষুদ্র ব্যবসায়ী ও নরসুন্দর পরিবারের সদস্যদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এদিকে লকডাউনের চতুর্থদিনেও উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছেন।
x