ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
ভারতে করোনায় দৈনিক সংক্রমণের হার আরও কমল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণের এই হার প্রায় ২ শতাংশ কম।

এর মাধ্যমে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৫৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২ হাজার ৫ জনে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একদিনের ব্যবধানে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে গত কয়েক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে পরিমাণ উদ্বেগ দেখা দিয়েছিল তা কিছুটা হলেও কমেছে। গত শুক্রবার দেশটিতে মৃত্যুর সংখ্যা চার লাখ পার হয়েছে।

দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৭৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

টিকাদানের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে ভারত। এখন পর্যন্ত ৩৫ কোটি ১২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকারণের পাশাপাশি টেস্টও আগের মতোই চলছে। গতকাল ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিন্তু আগের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে অক্টোবর-নভেম্বরে। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

2 responses to “ভারতে করোনায় দৈনিক সংক্রমণের হার আরও কমল”

  1. If some one wishes expert view regarding blogging then i propose him/her to visit this blog, Keep up the fastidious work.

  2. … [Trackback]

    […] Here you will find 99847 more Info to that Topic: doinikdak.com/news/32226 […]

Leave a Reply

Your email address will not be published.

x