মেহেরপুরের গাংনীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী ভাবে লকডাউন ঘোষনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলার অপরাধে, শনিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বাঁশবাড়ীয়া,চিৎলা যুগিন্দা, ভাটপাড়া,কসবা, জালমুকা গ্রামের বিভিন্ন চায়ের দোকানের মালিকদরে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্টও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
সরকারী লকডাউন বাস্তাবায়নে অসহায় চা দোকান মালিদের মাঝে সরকারী ত্রাণ বিতরন করেন।
এসময় তিনি সরকারী লকডাউন বাস্তবায়নে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। অভিযান পরিচালনাকালে গাংনী থানা পুলিশের এস আই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।