সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাদিয়া আক্তার কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল গ্রামের আব্দুস সুবহানের মেয়ে।
মৃত শিশুটির বাবা আব্দুস সুবহান জানান, শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।