ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে পিকাআপ ট্রাক ও অ্যাম্বুলেস সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬জন। শনিবার (৩জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্হানে এই দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানে থাকা আরও সাতজন আহত হয়।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।