ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাধবনকে সিনেমার ট্রেলার দেখে মোদির ফোন, সাক্ষাৎ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চলতি মাসের শুরুতে প্রকাশ্যে এসেছে আর মাধবন অভিনীত সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এর ট্রেলার। যেটি মূলত ইসরোর বিজ্ঞানী তথা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে।

তবে চমক এখানেই শেষ নয়, ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এর পরিচালনা ও প্রযোজনায় থাকছেন আর মাধবন।

আর তারই প্রেক্ষিতে সম্প্রতি অভিনেতা আর মাধবন সাক্ষাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজ্ঞানী নাম্বী নারায়ণনের সাথে। যার বেশ কিছু ছবি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন এই অভিনেতা।

ছবিগুলো নিজের স্যোশাল হ্যান্ডেলে শেয়ার করে আর মাধবন লিখেছেন যে, সম্প্রতি প্রকাশ্যে আসা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এর ট্রেলারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আমাকে ফোন করে যে সন্মান জানিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। মূলত তারই প্রেক্ষিতে মোদিজি এবং নাম্বিজির সঙ্গে একটি বৈঠক সম্পন্ন করেছি। যেখানে নাম্বিজি আরো একবার তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

মূলত নাসায় কোটি কোটি টাকার চাকরির অফার হেলায় ফিরিয়েছিলেন নাম্বি নারায়ণ। কারণ দেশের উন্নয়নের স্বার্থে নিজেকে সমর্পন করা এই বিজ্ঞানীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল সিবিআই। এমনকি সেই দায়ে গ্রেপ্তারও হন তিনি। কিন্তু ১৯৯৮ সালে নাম্বি নারায়ণকে নির্দোষ ঘোষণা করে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট। সেই গল্পই বলবে এই ছবি।

আসন্ন এই ছবিটির মূল ভূমিকায় মাধবন ছাড়াও আরো রয়েছেন সিমরণ বাগ্গা। এছাড়াও ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যা দর্শকদের জন্য হবে অনন্য এক চমক।

হিন্দি,ইংরেজি, মালায়ালাম, কন্নড়, তামিল এবং তেলেগু- ছয়টি ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। যদিও এখনও অবধি ঘোষিত হয়নি এই ছবির মুক্তির তারিখ।


নিউজ সোর্সঃ সিনেমার ট্রেলার দেখে মাধবনকে মোদির ফোন, অতঃপর সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *