ঢাকা, মঙ্গলবার ২১ মার্চ ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
ফেনীতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত
পেয়ার আহাম্মদ চৌধুরী

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে ফেনীর পরশুরামের সাতকুচিয়া, ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে ও জগতপুর এরকায় মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়।

এতে পরশুরামের সাতকুচিয়া গ্রাম, ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রাম ও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও ফুলগাজী বাজারসহ বিভিন্ন এলাকায় প্লাবন তরান্বিত হচ্ছে।

দোকান-পাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের পানিতে ডুবে রয়েছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকরের মাছ।

স্থানীয়রা জানান, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়।ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে বিপৎসীমার ১১০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধের ভাঙন দেখা দিয়েছে।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেবে।বৃহস্পতিবার বিকেলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন ফেনী নবাগত জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং পানি উন্নয়ন বোর্ডকে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করার অনুরোধ করেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।

এছাড়াও বাঁধ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্হানীয় ইউপি সদস্য বৃন্দ।

8 responses to “ফেনীতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত”

  1. 툰코 says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/31308 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/31308 […]

  3. cvv2 dumps says:

    … [Trackback]

    […] Here you can find 34429 additional Information on that Topic: doinikdak.com/news/31308 […]

  4. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/31308 […]

  5. KWAVE says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/31308 […]

  6. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/31308 […]

  7. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/31308 […]

  8. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/31308 […]

Leave a Reply

Your email address will not be published.

x