করোনা সংক্রমনের লাগাম টেনে ধরতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান সাত দিনের সর্বাত্মক লকডাউন । গণ পরিবহন বন্ধ থাকলেও অটোবাইক,ভ্যান এর পাশাপাশি জনসাধারনের চলাচল ছিল সীমিত আকারে ।
লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মার নেতৃত্বে সকাল থেকেই ভ্রাম্যমান টহল ইউনিট পরিচালনা করা হচ্ছে । মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে সেনাবাহিনীসহ বিজিবি,র্যাব,পুলিশ, আনছার সদস্য সহ ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেদের টিম ।পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া জনসাধারনকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করতে অব্যাহত রয়েছে জরিমানা সহ কঠোর নির্দেশনা । উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা বলেন লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ টি মামলায় আইন অমান্যকারীদের ৩৪৫০ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি যানান। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমী) জাহাঙ্গীর আলম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, পুলিশ বিভাগ, উপজেলা কৃষি কর্মকর্তা ও আনছার সদস্যগন।
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/31203 […]
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/31203 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/31203 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/31203 […]