ঢাকা, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
লকডাউন কার্যকর করতে ময়মনসিংহে মাঠে রয়েছে প্রশাসন
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি

লকডাউন কার্যকর করতে ময়মনসিংহে মাঠে রয়েছে প্রশাসন। ময়মনসিংহে লকডাউন কার্যকর করতে  জেলাজুড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের সমন্বয়ে চলছে অভিযান। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে জেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সিটিতে ১০ জন ম্যাজিস্ট্রেট, উপজেলাগুলোতে ৩ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), এছাড়া সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেটরাও অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তায় মানুষকে বের হতে দেখা যায় খুব কম। যারা বের হয়েছেন তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়।

জেলার গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ এলাকায় সকালে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ। সেনাবাহিনী সঙ্গে নিয়ে এলাকাগুলোতে মানুষকে ঘরে থাকা ও দোকানপাট বন্ধ রাখতে সচেতনতা ও প্রযোজ্য ক্ষেত্রে কঠোরতাও দেখানো হয়।

লকডাউনের বাস্তব চিত্র দেখতে সকালে ময়মনসিংহ সিটির বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার জনাব মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আয়েশা হক উপস্থিত ছিলেন।

 

3 responses to “লকডাউন কার্যকর করতে ময়মনসিংহে মাঠে রয়েছে প্রশাসন”

  1. … [Trackback]

    […] Here you will find 16806 more Info to that Topic: doinikdak.com/news/31109 […]

  2. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/31109 […]

  3. RNS-MO-nor says:

    Разрешение на строительство — это публичный запись, выписываемый управомоченными учреждениями государственного управления или местного управления, который предоставляет начать возведение или исполнение строительного процесса.
    РНС в строительстве устанавливает законодательные положения и условия к строительству, включая разрешенные разновидности работ, предусмотренные материалы и методы, а также включает строительные регламенты и комплексы защиты. Получение разрешения на строительные работы является необходимым документов для строительной сферы.

Leave a Reply

Your email address will not be published.

x