ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
শুদ্ধাচারে শ্রেষ্ঠ শিশু বিষয়ক কর্মকর্তা জসীম মাসুদ
মাহফুজ নয়ন

বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাচ্ছেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ জেলা পর্যায়ের কর্মকর্তা ক্যাটাগরীতে সারাদেশের মধ্যে জসীম উদ্দীন মাসুদকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী।

জসীম উদ্দিন মাসুদ পুরস্কার হিসেবে একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং একটি সনদপত্র পাবেন।

তিনি অত্যন্ত সুনামের সাথে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তাঁর তত্ত্বাবধানে মৌলভীবাজারের শিশুরা বিভিন্ন সময়ে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিনিয়ে এনেছে।

প্রোগ্রাম উপস্থাপক ও সঞ্চালক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। উন্নয়ন গবেষক এবং শিশু উন্নয়ন গবেষক হিসেবেও তিনি সমাদৃত। একজন মেধাবী কর্মকর্তা, লেখক, গবেষক এবং সুবক্তা হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।

জসীম উদ্দিন মাসুদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম ও কাপ্তাই এলাকায়।

জসীম উদ্দীন মাসুদ বলেন,এই মনোনয়ন ও পুরস্কারের যথাযথ মর্যাদাদানে আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেলো। আমাদের সকল পর্যায়ের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ,মৌলভীবাজার জেলার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

One response to “শুদ্ধাচারে শ্রেষ্ঠ শিশু বিষয়ক কর্মকর্তা জসীম মাসুদ”

  1. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/30555 […]

Leave a Reply

Your email address will not be published.

x