ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস কাটছে নিরবতায়
 রাম বসাক,প্রতিনিধি

২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস কাটছে নিরবতায়

মহাকালের চেনাপথ ধরে প্রতি বছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী-ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস।

বিশ্ব মহামারী কোভিড ১৯ এর কারণে  বিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারিবাড়ি প্রাঙ্গণে এ উপলক্ষে জেলা বা উপজেলা প্রশাসন থেকে  কোনো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়নি।

সন্ধ্যার পর ব্যক্তিগত উদ্যোগে রবীন্দ্রকেন্দ্রিক দু’একটি প্রতিষ্ঠান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার কথা জানিয়েছেন রবীন্দ্র ভক্ত অনুরাগীরা ।

সকালে রবীন্দ্র কাচারিবাড়িতে গিয়ে  কাস্টডিয়ান ব্যতীত সেখানে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। অনেকটাই নীরব এবং নিষ্প্রাণ ছিল কাচারিবাড়ির প্রাঙ্গণটি। শাহজাদপুর কাচারিবাড়ির কাস্টডিয়ান  জানান, সরকারি কোনো ঘোষণা না আসায় প্রয়াণ দিবসে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

শাহজাদপুর ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা জানান, বৈশ্বিক মহামারী পরিস্থিতির কারণে কাচারি বাড়িতে  প্রয়াণ দিবসে সরকারি বা বেসরকারি ভাবে  কোনো অনুষ্ঠান রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.

x