ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনা নতুন শনাক্ত ১৯৩
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৪৩৭ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৩ জন।

জেলায় শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ১৬ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৭৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১০৮জন। মঙ্গলবার (২৯ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪ জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৫৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৬ জন আর জেনারেল বেডে ২২ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৬৩৬ জন।

x