ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
ভারতে করোনায় আরও ৯০৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে— গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ১৬ হাজার মানুষ।  করোনায় মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৬৩৭ জনের।

এর আগে সোমবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৯৭৯ জনের।  করোনাক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৪৮ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২২ লাখ মানুষ।

x