ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
পাথরঘাটায় দিন দিন বাড়ছে করোনা প্রকোপ, ৫০ শতাংশ পজিটিভ
পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন ধরনের উপসর্গের নিয়ে অসুস্থ হয়ে  পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে রোগীরা চিকিৎসকদের পরামর্শে নমুনা পরিক্ষা করালে এর মধ্যে ৫০ শতাংশ রোগীই করোনা পজিটিভ বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সপ্তাহ ধরে এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী জ্বর, কাশী ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসকরা রোগীদের মধ্যে অনেকেই নমুনা সংগ্রহ করে করোনা পরিক্ষা কথা বললে তারা পরিক্ষা না করিয়েই বাড়িতে চলে যাচ্ছে। এ বিষয়ে চিকিৎসা সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।

এরমধ্যে অর্ধেক রোগীই জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের পরামর্শে যারা করোনা পরীক্ষা করাচ্ছেন এদের মধ্যে ৫০ শতাংশই করনা আক্রান্ত রয়েছেন। যারা করোনা আক্রান্ত তাদের কে চিকিৎসকদের পরামর্শে হোম করেন্টাইন মেনে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ জানান, প্রত্যেক রোগীকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাচলের জন্য কাউন্সিলিং করছি। দিন দিন পাথরঘাটার অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে এমন ব্যাক্তিরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে সতর্কতার বিকল্প নেই বলেও জানান তিনি।

One response to “পাথরঘাটায় দিন দিন বাড়ছে করোনা প্রকোপ, ৫০ শতাংশ পজিটিভ”

  1. 토렌트 says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/30355 […]

Leave a Reply

Your email address will not be published.

x