রংপুর বিভাগে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করায় মে মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে দিনাজপুরের হাকিমপুর থানা। একইসঙ্গে অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে ভূমিকা রাখায় হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিশেষ পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুন) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে বিভাগটির মে মাসের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। করোনার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সামগ্রিক কর্ম মূল্যায়নে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অর্জনের প্রকৃত অংশীদার হাকিমপুর থানার সব অফিসার ও ফোর্স। তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শ্রেষ্ঠ থানা হিসেবে এই ধরনের অর্জন আমাদের কর্মশক্তি আরও বাড়িয়ে তুলবে। সামনের দিনে এই ধরনের ভালো কাজে আমাদের উৎসাহ জোগাবে।